কুমিল্লার মানুষকে কেন ইতর বলা হয় - Borhan TV

Learn More

Breaking

Monday, September 17, 2018

কুমিল্লার মানুষকে কেন ইতর বলা হয়

কুমিল্লার মানুষকে ইতর কেন বলে জানেন?
============================
বৃটিশ আমল থেকেই কুমিল্লার মানুষেরা খুব বুদ্ধিমান ছিল,তাই বৃটিশরা তাদেরকে বলতো Information Technology Organizer বা [ ITOR= ইতর ]
অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবস্থাপক,
তাছাড়া বৃটিশ শাষন আমলে অফিসের লোকজনের মধ্যে কুমিল্লার মানুষেরা ছিল খুবই দক্ষ ও বিচক্ষণ,তাই বৃটিশরা এই অঞ্চলের লোকদের মধ্যে চারটি গুন দেখতে পেয়েছিলেন,
Intellectuality =(বোধশক্তি)
Talent =(প্রতিভা)
Obedience =(বাধ্যতা)
Reliability =(বিশ্বাসযোগ্যতা)
এই চারটি শব্দের প্রথম অক্ষর দিয়ে তৈরি করে তাদেরকে ITOR বা ইতর বলে সম্বোধন করতো,(আর যারা মূর্খ তারা না জেনেই কুমিল্লার ইতর বলে ঠাট্টা বিদ্রূপ করে) তাছাড়া কুমিল্লার লোকেরা রাজনৈতিকভাবে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতো এবং সারা বিশ্বকে রাজনৈতিক সুতায় বদ্ধ করে সুসংগঠিত করতো তাদের মেধা ও বুদ্ধি দিয়ে,তাই [ ITOR ] ইতর কোন উপহাস নয়,ইতর ভালবাসার,মর্যাদার ও মূল্যবোধের অহংকার,সুতরাং  আমরা কুমিল্লাবাসি কুমিল্লাকে নিয়ে গর্ববোধ করি।

No comments:

Post a Comment

Pages